সাপের মতো দেখতে কিন্তু সাপ নয়। এমনই একটি সামুদ্রিক প্রাণীকে নিয়ে শোরগোল পড়ে গেছে জীববিজ্ঞানী মহলে।
কদাকার সেই প্রাণীটির ছবিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াও তোলপাড়। অদ্ভুত দেখতে প্রাণীটি তাহলে কী?
সম্প্রতি তাইওয়ানে সমুদ্রের নীচে প্রাণীটিকে দেখতে পাওয়া গেছে। আর তারপর থেকেই বিজ্ঞানীমহলে সাড়া পড়ে যায়। প্রথমে দেখাতেই প্রাণীটিকে কোনো নতুন প্রজাতির সাপ মনে হতে পারে। বিজ্ঞানীরাও তাই ভেবেছিলেন। পরে অবশ্য ভুল ভাঙে তাঁদের।
গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারেন, প্রাণীটি আসলে কোনো সাপ নয়। ওটা বিরল প্রজাতির ভাইপার শার্ক। এই হাঙর এত বিরল যে শেষ বার দেখা মিলেছিল ১৯৮৬ সালে জাপানের শিকোকু দ্বীপে।