চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য জেলার মোঃ রফিকুল ইসলামের মাধ্যমে মাক্স প্রদান করেছেন বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক আব্দুল হান্নান লিটনের ব্যক্তিগত অর্থায়নে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বন্দীদের জন্য ৫০০ পিস মাস্কের ব্যবস্থা করা হয়।
আজ বুধবার সাবেক এই ছাত্রনেতা কারাগারের জেলার রফিকুল ইসলামের হাতে করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক তুলে দেন। এ প্রসঙ্গে কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন বলেন, কারাগারে বন্দীরা সবচেয়ে বেশি ঝুকিঁতে রয়েছে। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করের্ই করোনা ভাইরাস প্রতিরোধক মাক্সসহ সামগ্রী প্রদান করা হয়েছে।