নিজস্ব প্রতিবেদক, মীরসরাই : মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল, ২কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম জয়পুর এলাকার কাশেম সওদাগর বাড়ীর মো. সেলিমের ছেলে মো. মাঈন উদ্দিন (২৩) ও জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার মো. শামছুল হকের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ রুবেল (২৮)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো (নং- চট্ট-মেট্রো-চ ১১-২৪০৩) জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Warning: A non-numeric value encountered in /home/presvdfgsbd24/public_html/bangla/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 1009