ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় বাস দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র (২৫)আশ্রাফ ও নিহতের নানা সহ নিহত ২ আহত ১০ রবিবার বিকাল এই ঘর্টনা ঘটে।
সূত্রে যানা যায়,বিকাল ৫টার সময় বিয়ের ফদ্দ করে আসার সময় ঢাকা চট্রগ্রাম-মহাসড়কের মুহুরীগজ্ঞ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে চট্রগ্রাম মুখি একটি সেন্টেমাটি লিখা যাত্রি বাহী বাস রাস্তার পাশে অপর একটি দাঁড়ানো যাত্রি বাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তাদের কে ধাক্কা দিয়ে একটি চা দোকানে চলে যায় ঘর্টনার স্থলে আশ্রাফ নামে এক জন নিহত হয়।পুলিশ খবর পেয়ে স্থানিয়দের সহযুগিতা আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্য ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল রেফার্ড করেন।নিহতের নানা আব্দুল ছোবান চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মারাযান।
নিহত মাদ্রাসার ছাত্র আশ্রাফ ফরাদ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমান উল্লা পন্ডিত বাড়ির প্রবাসী হারুনের ছেলে।এবং নিহতের আশ্রাফ এর নানা আব্দুল ছোবহান ফাজিল পুর ইউনিয়নের ব্যাত বেপারী বাড়ির বলে যানা যায়।