দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারতকে ৫৯ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার গৌরব অর্জন করলো তরুণ টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টানা দুটি ক্রিকেট পরাশক্তিকে পরাস্ত করে শিরোপা জয়ের নজির গড়ল বাংলাদেশ।
সংগ্রহটা খুব বড় ছিল না। তারপরও ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সামনে টিকতে পারেনি ভারত। আজিজুল হাকিমের দল ভারতকে ৫৯ রানে হারিয়েছে। ম্যাচ জয়ের পর যুব টাইগার অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’
স্বল্প রানের পুঁজি নিয়ে ভারতের ব্যাটিং নামার আগে বোলারদের কী পরামর্শ দিয়েছিলে টাইগার অধিনায়ক। গণমাধ্যমের এমণ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের ব্যাটাররা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’
সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে যুব টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’