pressbd24
ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মেয়েদের অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথমবার আয়োজিত ফাইনালে উঠেছে টাইগ্রেসরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে নেপালের মেয়েদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের ফাইনালের টিকিট কাটে তারা। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ভারত।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। তাতে টস জিতে নেপালের মেয়েদের ব্যাট হাতে নামিয়ে দিয়ে মাত্র ৫৪ রানে আটকে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। দলের হয়ে সাবিত্রি ধামির সর্বোচ্চ ১১ রান ছাড়া আর কারো পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো সম্ভব হয়নি। জুনিয়র টাইগ্রেসদের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে ৭.২ ওভারে ৪৬ রান তুলেন। তবে জয় থেকে ৯ রান দূরে থাকতেই আউট হন ইভা। যাওয়ার আগে ২১ বলে এক ছক্কায় ১৮ রান করেন তিনি।

এর পরে ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে ৯.৫ ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন। আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নেন কুসুম গোদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।