খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে আটক করা হয়েছে। খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একদিনে তাদেরকে আটক করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। খুলনা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর করিমনগর এলাকার আজিজুল হক ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোডের আল আমিনের ছেলে আব্দুল্লাহ (২৭), ছোট বয়রা পাসপোর্ট অফিস এলাকার মো. মাহবুব শেখের ছেলে মো. সোহেল (৩৪), ছোট বয়রার আবুল হোসেন চৌধুরীর ছেলে মো. আসাদ চৌধুরী (৩৮), সাতক্ষীরা আশাশুনি উপজেলার মৃত: সেলিম সরদারের ছেলে সোহাগ (২৭), বাগেরহাট সদরের বৈতপুর এলাকার মৃত: মবিন উদ্দিনের ছেলে মোতাহার (৪০), বাগেরহাট সদরের গোবরদিয়া এলাকার বাদল বিশ্বাসের ছেলে আরাফাত (২৮), বাগেরহাট সদর বদ্যপাড়া খেয়াঘাট এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে টুটুল হাওলাদার (৩২), সাতক্ষীরা তালা উপজেলার গঙ্গারামপুর এলাকার শরিফুল সানার ছেলে মো. ইমরান সানা (১৯), বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার ঘাশিয়াখালী এলাকার আব্দুল আলিম হাওলাদারের ছেলে আমির হামজা (২১), মাদারীপুর সদরের ঘরবাড়ি এলাকার শহিদুল ফকিরের ছেলে রমজান ফকির (১৯), খুলনার পাইকগাছা উপজেলার চাঁদমুখি সর্দার বাড়ির মো. কালাম সরদারের ছেলে আছাবুর রহমান (২৫) এবং নগরীর বয়রা কলেজ মোড়ের মো. শফিকুল ইসলাম মল্লিকের ছেলে মো. শামীম মল্লিক (৩৭)।