pressbd24
ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে অভিযানে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে মেট্টোপলিটন পুলিশ। এর মধ্যে ৭৯ জন আসামি ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ পাঁচ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলা পুলিশ সুপার বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।