দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে মেট্টোপলিটন পুলিশ। এর মধ্যে ৭৯ জন আসামি ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ পাঁচ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা পুলিশ সুপার বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।