অপারেশন ডেভিল হান্ট অভিযানে ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীও রয়েছেন।
গ্রেফতারদের মধ্যে গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৩) আছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।