pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলায় পুলিশসহ আহত ৮

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৪ ৩:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে স্থানীয়দের হামলায় পুলিশ ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আহতরা হলেন- বাহারছড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) দস্তগীর হোসাইন মানিক, শীলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, স্থানীয় সংবাদকর্মী মো. আনোয়ার হোসেন ও জাফর আলম। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বন-বিভাগের চারজন সদস্যকে ওই এলাকার স্থানীয়রা বেঁধে রাখেন। পরে বন-বিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় হঠাৎ তিন-চার শতাধিক মানুষ পুলিশ ও বনবিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর কররা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বাহারছড়া হাজম পাড়া এলাকায় উত্তেজিত জনতার হামলায় বনবিভাগ ও পুলিশের সদস্যর পাশাপাশি স্থানীয় সাংবাদিক আহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো ঘটনাস্থলে অবস্থান করছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণের ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।