pressbd24
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজার সৈকতে

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ভ্রমণে এসেছে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ট্রফিটি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শন করা হচ্ছে। ট্রফিটি সেখানকার ঐতিহ্যবাহী সাম্পান বোটের সঙ্গে ‘ছবিও তুলছে’। 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলনকেন্দ্র উর্মির সামনে সাম্পান বোটে ফটোসেশানের জন্য রাখা হয়। এরপর সকলের জন্য বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করা হয়।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজারে পৌঁছে ট্রফিটি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম জানান, আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ট্রফিটি প্রদর্শনের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজারে অবস্থানকালীন সময়ে সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

এদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দিনক্ষণ ঘনিয়ে এলেও এখনো কাটেনি আয়োজন নিয়ে জটিলতা। নির্ধারিত আয়োজক দেশ পাকিস্তানে ভারতের খেলতে যেতে না চাওয়া নিয়েই মূলত সমস্যার শুরু। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে, তা–ও নিশ্চিত নয়। তবে এসবের মধ্যেও থেমে নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ।

জানা গেছে, ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।