pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পাবে’ : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৪ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের জনগণ আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ঠিক কী ধরনের সুখবর, সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করেননি।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, “অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো।” তিনি আরও বলেন, “আমরা কারও ফাঁদে পা দিব না, মাথা নতও করবো না, তবে সীমালঙ্ঘনও করবো না। দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন, আশা করি।”

সরকারকে সহযোগিতার বিষয়ে ডা. শফিকুর রহমান জানান, “দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নেই। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যম ব্যবহার করে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করতে হবে।”

এদিন বিকেল সোয়া ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও সংলাপে উপস্থিত ছিলেন, তবে তিনি তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।

সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি, কারণ তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।