pressbd24
ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে হামলা না করার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন।

এছাড়া, তিনি আইনশৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত করতে সকল নাগরিককে অবিলম্বে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান। বিবৃতিতে আরও বলা হয়, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর হামলা করা যাবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলাকারীরা যে ক্ষোভ প্রকাশ করেছেন, তার পেছনে কিছু কারণ রয়েছে এবং সরকার এই পরিস্থিতি বুঝতে সক্ষম। “তাদের এবং তাদের পরিবারকে দীর্ঘ বছর ধরে শেখ হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে,” যোগ করা হয় এতে।

প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার অবনতি বিশ্ববাসীকে ভুল বার্তা দিতে পারে। তিনি বলেন, “নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না, যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ তৈরি করবে, এমনকি তা যদি অন্যায্যও হয়।”

চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়। এসব হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো শক্ত অবস্থান ছিল না, যার কারণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এই ঘটনার প্রেক্ষাপটে সরকার প্রথমে বৃহস্পতিবার বিকেলে একটি লিখিত বিবৃতি দেয় এবং পরে সেদিন দিবাগত রাতে আরেকটি বিবৃতি প্রকাশিত হয়। শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতিটি প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।