রাজশাহী বিভাগীয় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) কর্তৃক “উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গত ২৭ শে নভেম্বর (বুধবার) রাজশাহী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় এটিইউ’র এ্যাডিশনাল ডিআইজি নাজমা সুলতানা হোসেন এঁর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী, ডিআইজি (প্রশাসন), এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মু. যহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী সরকারি কলেজ, প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী সরকারি কলেজ, মোঃ নাবিদ কামাল শৈবাল, পুলিশ সুপার (অপারেশন্স) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, মোঃ নাসির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত এই সভায় ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোশারফ হোসেন, সম্মান ৩য় বর্ষ, ভূ-গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ এবং মোঃ শাহাদত হোসেন, ৩য় বর্ষ, আরবী বিভাগ, রাজশাহী কলেজ।
আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ এবং প্রায় ৪৫০ জন ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে সকলকে সার্বিকভাবে সচেতন হওয়া এবং নিজ নিজ অবস্থান হতে উদ্যোগী হওয়ার আহবান জানান।
সচেতনতা, দেশপ্রেম ও নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।