pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এনআইডি সেবার নামে ঘুষ কারবার: গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি স্মার্ট কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুষ লেনদেনের অভিযোগ অনেক আগে থেকে রয়েছে।

গণমাধ্যমে ফলাও করে এ নিয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এমন অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে তথ্য সংগ্রহ করে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে এই ঘটনা ঘটেছে৷

জানা গেছে, টিমের সদস্যগণ নির্বাচন কমিশন অফিসের আশেপাশের কম্পিউটার দোকানদার এবং ভ্রাম্যমাণ দালাল চক্র অর্থের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার বিষয়ে সত্যতা পায়।

এসময় দুইজন দালালকে হাতেনাতে আটক হয় এবং উক্ত অফিসের দুইজন কর্মচারী জড়িত থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশন হতে একটি তদন্ত করা হয়েছে। তদন্তে কমিশন ও প্রকল্পের কয়েকজন কর্মচারীর জড়িত থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়।

দুদকের এনফোর্সমেন্টে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরবর্তীতে প্রতিবেদন কমিশনে দাখিল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।