চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষা হতে পারে বলে জানা গেছে।
রোববার (২৬ জানুয়ারি) বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন।
একই সঙ্গে পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা খুব শীঘ্রই আয়োজন করা হবে।
নিচে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
বার কাউন্সিলের আজকের (২৬/০১/২০২৫) সভার সিদ্ধান্ত:
ঈদুল ফিতরের পরপর যত দ্রুত সম্ভব এপ্রিল, ২০২৫ এর মধ্যে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা (নিম্ন আদালত) আয়োজন করা হবে।
হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ ও রিভিউ আবেদনকারীদের রিভিউ নিষ্পন্ন কার্যক্রম এক সপ্তাহের মধ্যে শুরু করতে এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে একজন আইনজীবী হিসেবে সনদ পেতে হলে তিনটি পরীক্ষায় অংশ নিতে হয়। প্রথমটি হচ্ছে এমসিকিউ পরীক্ষা। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং কোর্টে আইনী লড়াই করতে পারেন।