কক্সবাজারের উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। তাকে দুপুরে কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি এলাকা থেকে এ মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তার নাম জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে ইমাম হোসেন ওরফে মিজান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির। উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।