কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন : টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোজা আলম (২৭) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আক্তার হোসেন (২৬) ও মো. আব্দুর রহিম (৬৫)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে গোয়েন্দা সূত্রের এমন সংবাদে মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোজা আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান,গ্রেপ্তার সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে কক্সবাজার র্যাব-১৫ এর ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উখিয়ার টিভি টাওয়ার এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আক্তার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।