কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশকালে মো. আব্দুর শুক্কুর (২১) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।
এ সময় ওই নাগরিকের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা বেড়িবাঁধ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. আব্দুর শুক্কুর মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামে সালেহ আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, নাফনদী হয়ে মিয়ানমারের রাখাইন থেকে মাদকের চালান অনুপ্রবেশ করবে গোপনে এমন সংবাদ পেয়ে শনিবার ৪ জানুয়ারি রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা ওই স্থানে অবস্থান নেয়। রাতের এক পর্যায়ে নাফনদী সাঁতরিয়ে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখা যায়।
তিনি আরও জানান, এ সময় টহল দল তাদের আটকের চেষ্টা করলে একজন কাঁধে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়, তবে অপরজনকে আটক করতে সক্ষম হয়। পরে দুই বস্তায় তল্লাশি চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুর শুক্কুর জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছেন।
নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।