pressbd24
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের টেকনাফে ২ লক্ষাধিক ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশকালে  মো. আব্দুর শুক্কুর (২১) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।

এ সময় ওই নাগরিকের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা বেড়িবাঁধ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক মো. আব্দুর শুক্কুর মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামে সালেহ আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, নাফনদী হয়ে মিয়ানমারের রাখাইন থেকে মাদকের চালান অনুপ্রবেশ করবে গোপনে এমন সংবাদ পেয়ে শনিবার ৪ জানুয়ারি রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা ওই স্থানে অবস্থান নেয়। রাতের এক পর্যায়ে নাফনদী সাঁতরিয়ে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখা যায়।

তিনি আরও জানান, এ সময় টহল দল তাদের আটকের চেষ্টা করলে একজন কাঁধে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়, তবে অপরজনকে আটক করতে সক্ষম হয়। পরে দুই বস্তায় তল্লাশি চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুর শুক্কুর জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছেন।

নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।