কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোলাম রাব্বানী (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি খুলনা সিটি করপোরেশনের দেয়ানা উত্তর পাড়া সংলগ্ন দোলতপুর এলাকার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ৮টার দিকে হোটেল সিগ্যালের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে জসীম জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত নিহতের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।