pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার : ৩ নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রামু প্রতিনিধি ; কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে  তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারী আসামিরা হলেন : সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত মাদক ও আটকদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।