কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসা আশিকুল ইসলামকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে ধর্ষণসহ মোট ২৮টি মামলা রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আশিক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, আশিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারি সহ মোট ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার জসীম জানিয়েছেন, আশিকের গ্রেফতারে পুলিশের একটি অভিযান সফল হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।