pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হত্যা-হামলা ও ভাঙচুরের পৃথক দু’টি মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মোট ছয় দিনের রিমান্ডে নিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মমতাজের বিরুদ্ধে চার দিনের রিমান্ডের আদেশ দেন মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ১-এর বিচারক আবদুল নুর।

এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৩-এর বিচারক আইভী আক্তার এ কণ্ঠশিল্পীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের হাজতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন। তবে মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পরে পুলিশের প্রিজনভ্যানে জেলহাজতে নেওয়ার পথে উপস্থিত বিক্ষুব্ধরা মমতাজের দিকে ডিম নিক্ষেপ করেন।

মমতাজ বেগম নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন।

পরবর্তীতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।