pressbd24
ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে একাধিক স্থানে  পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছেন। পাগলা কুকুরের ভয়ে আতঙ্কে স্থানীয় পৌরবাসীরা। তাই দ্রুত সময়ে পৌরসভায় পাগলা  কুকুর নিধনে অভিযান চালানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাত থেকে শুক্রবার ২০ ডিসেম্বর দুপুর পর্যন্ত অর্ধশতাধিক লোককে কামড়িয়ে আহত করেছে পৌরসভার বেওয়ারিস পাগলা কুকুরের দল। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নেওয়ার বিষয়ে ১৪ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরও বেশি বলে জানা যায়। আহতদের অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিকিৎসক তানভীর হাসান জিকু ১৪ জনের নাম নিশ্চিত করেন।

তারা হলেন- মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সুহান জানান, বেওয়ারিস কুকুর নিধনে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।