pressbd24
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৬ ভুয়া ডিবি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোয়ালিয়া গ্রামের মো. আল আমিনের বাড়িতে ছয়জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালানোর সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কটিয়াদী থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ওলিপুর থানার পাঁচপীর গ্রামের শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর উপজেলার মইশখালী গ্রামের রফিক (৩৫), চরশোলাকিয়া এলাকার মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), একই এলাকার রবিন (৩২), এবং কুমিল্লার লাকসাম উপজেলার সুজিত সাহা (৫০)।

কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার উদ্দেশে কাজ করছিল বলে ধারণা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তবে প্রতারকদের ব্যাপারে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।