কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি ৭.৬৫ মিমি পিস্তল, চীনা চাপাতি ও দেশীয় অস্ত্রসহ বিপুল অস্ত্র।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার সন্ত্রাসীরা হলেন- জাকির (৩৮) ও লিটন (৪২)।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প-১ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান রাতভর চলে। প্রথমে সন্ত্রাসী জাকিরের (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। জাকির পালানোর চেষ্টা করলেও তাকে বাড়ির বিছানার নিচ থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় সন্ত্রাসী লিটনের (৪২) বাড়িতে অভিযান চালানো হয়। লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দু’টি চীনা চাপাতি, দু’টি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি।
আটক দুই সন্ত্রাসী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, এসব অস্ত্র স্থানীয় ছাত্র আন্দোলনে ব্যবহৃত হতো। অভিযান শেষে তাদের এবং উদ্ধার করা অস্ত্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন সাদমান বলেন, ২৩ বীর কুমিল্লাকে সন্ত্রাসমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। এ অভিযানের সাফল্য আমাদের সাহস ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই অভিযানে কুমিল্লার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে।