pressbd24
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীকের লাঞ্ছনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের মুক্তিযোদ্ধারা স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি প্রদান করেন। তারপর মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেন।

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর যশোরের বিএলএফ বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, উপ-প্রধান রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার প্রকৌশলী আবুল হোসেন, নজরুল ইসলাম চাকলাদার, ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম সরদার ও সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল।

মুক্তিযোদ্ধারা বলেন, গত ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের বীর সেনানী আব্দুল হাই কানু বীর প্রতীককে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে।

ঘটনাটি সারাদেশ ও জাতির জন্য লজ্জাকর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি বুকের তাজা রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতি হিসেবে বাঙালি একটি স্বাধীন দেশ উপহার পেয়েছে। মুষ্টিমেয় রাজাকার, আল বদর, আল শামস্ ছাড়া বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখেছে। তার ফলে ১৬ ডিসেম্বর বিজয়ের লাল সূর্য অর্জিত হয়। সেই ডিসেম্বর মাসে জাতির সূর্য সন্তানকে লাঞ্ছিত করা হয়েছে। এই লজ্জাজনক ঘটনা জাতির কপালে কলঙ্ক এঁকে দিয়েছে। এটা একাত্তরের চেতনার উল্টো দিকে হাঁটা।

যশোরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জড়িতদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।