pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাহাবুব উল আলম হানিফের বাড়িতে বুলডোজার চালালো ছাত্র-জনতা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের খবর শোনার পর কুষ্টিয়া শহরে একতারা মোড় থেকে আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা।

আনন্দ মিছিলটি হানিফের বাড়ির সামনে এসে বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার নিয়ে এসে ঘুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনের অংশ। মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

ছাত্র জনতার দাবি, এই বাড়ি থেকেই বিরোধীদলের ওপরে দমন এবং নিপীড়নের সমস্ত কিছু চালানো হতো। কুষ্টিয়া জেলার দুর্নীতির আতুর ঘর ছিল এ বাড়ি।

উল্লেখ্য: ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরেই, গা ঢাকা দেন মাহাবুব উল আলম হানিফ ও তার পরিবার। ৫ আগস্ট রাতে এই  বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে তিনতলা এই বাড়িতে  আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।