pressbd24
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেলে ‘ধর্ষণের আলামত’ মেলেনি

অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ ওঠা মারমা কিশোরীর মেডিকেল রির্পোটে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল পরীক্ষার ১০টি সূচকের সবকটি স্বাভাবিক এসেছে।

ধর্ষণের আলামত পরীক্ষা পরিচালনার নেতৃত্ব দেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা। তিনি বলেন, ‘আমরা মেডিকেল রির্পোট জমা দিয়েছি এবং সব পরীক্ষানিরীক্ষা করেছি। কিন্তু ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”’

ডা. জয়া চাকমা নিশ্চিত করেছেন, তাদের টিমে হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওই ঘটনায় অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। পরে শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। অন্য দুই আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ চলাকালীন সহিংসতায় তিনজন নিহত হন।

ঘটনার পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।