খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা বার সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি সদর থানাপুলিশ।
আশুতোষ চাকমা খাগড়াছড়ি আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য থাকলেও সাবেক এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার অপকর্মের মূল হোতা হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
তিনি জানান, রাত ৮টার দিকে মধুপুরের বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।