pressbd24
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সদরে ৪টি ভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

আইন অমান্য করে ফসলি মাঠে অনুমতি বিহীন ইটভাটা নির্মাণ করায় খাগড়াছড়ি সদরে ৪টি ভাটা বন্ধ ও ভাটার মালিককে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এসময় ফায়ার সার্ভিসদের সদস্যদের নিয়ে কাঁচা ইট ধ্বংস ও ইট পোড়া চুল্লিতে পানি দিয়ে ধ্বংস করা ও অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ, পরিবেশ অধিদফতর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাছান আহম্মদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার, সদর থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, সদরে চার ইটভাটা বন্ধ এবং চার ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।