আইন অমান্য করে ফসলি মাঠে অনুমতি বিহীন ইটভাটা নির্মাণ করায় খাগড়াছড়ি সদরে ৪টি ভাটা বন্ধ ও ভাটার মালিককে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
এসময় ফায়ার সার্ভিসদের সদস্যদের নিয়ে কাঁচা ইট ধ্বংস ও ইট পোড়া চুল্লিতে পানি দিয়ে ধ্বংস করা ও অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ, পরিবেশ অধিদফতর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাছান আহম্মদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার, সদর থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, সদরে চার ইটভাটা বন্ধ এবং চার ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে।