খুলনায় ৯ হাজার পিস ইয়াবা ও এক হাজার টাকার ৪টি জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মো. শহিদুল খানের ছেলে ইমরান খান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবিব জানান, কক্সবাজার থেকে খুলনায় আসা বলেশ্বর পরিবহনে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ইয়াবা, জাল টাকা ও রোহিঙ্গা ব্যক্তির ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, রোহিঙ্গা তৌহিদুল যশোরের ঘোষপাড়া পালবাড়িতে বাসা নিয়ে বসবাস করছেন। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোরে ইয়াবা পাচার করে। তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।