pressbd24
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিশুধর্ষণ চেষ্টা; গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রঞ্জু কসাই (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতার রঞ্জু কসাই উপজেলার পূর্ব ঝিনিয়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

এর আগে সোমবার মামলা হলে রাতেই তাকে আটক করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির বাইরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল।

এসময় মানসিকভাবে বিকৃত রঞ্জু কসাই শিশুটিকে ১০টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে শিশুটিকে পাশের জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে মুখ চেপে ধরে বিকৃত যৌন লালসা চরিতার্থের চেষ্টা চালায় রঞ্জু কসাই।

এসময় শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিশুটিকে ছেড়ে দিয়ে রঞ্জু কসাই লাফ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সবজিবাজার এলাকা থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, আটক রঞ্জু কসাই মানসিকভাবে বিকৃত। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।