pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অস্ত্র-ম্যাগাজিন-গুলি উদ্ধার ; বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
নভেম্বর ৬, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাই ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিএনপির এক নেতাসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় ভোররাতের দিকে। পরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালের দিকে আটকদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত কারছেন।

আটক ব্যক্তিরা হলেন : এনামুল হক মোল্লা (৪৮)। তিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে শ্রীপুর উপজেলায় বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন। তার সঙ্গে আটক হওয়া অন্যরা হলেন : শওকত মীর, জাহিদ,মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক, মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপি নেতাসহ আরও ছয়জন রয়েছেন। তবে, সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

অভিযান চলাকালে তাদের অবস্থানস্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল , ৩টি ম্যাগাজিন , ৪ রাউন্ড গুলি, ওয়াকিটকি ৪টি, বেটন ৪টি, ইলেকট্রিক শর্ট মেশিন ২টি, হ্যামার নেল গান ১টি, চাকু ১টি ও মোটরসাইকেল ১টি।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার অস্ত্র শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার বাসা থেকে পিস্তল, গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।