pressbd24
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ, চার জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা চার জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন; উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকায় শফিকুল ইসলাম হায়দার (৫০), জসিম উদ্দিন (৩০), বাবলু মিয়া (২৫), সাব্বির আহম্মেদ (২০)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রায় পনেরো দিন আগে স্কুল থেকে ফেরার সময় পথ আগলে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায়ই ধর্ষণ করত।

সবশেষ গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভিকটিম স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্তরা ভিকটিমকে তুলে নিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শিক্ষার্থীকে অচেতন অবস্থায় জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়। স্কুল থেকে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জঙ্গলের পাশ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়। জ্ঞান ফিরে এলে ভুক্তভোগী ঘটনার বিস্তারিত তার পরিবারকে জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।