pressbd24
ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল আটক

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ২ কনস্টেবলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাউতলী এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাদের আটক করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী জেলা গায়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল আহমদ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ৬৭ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল।

আটক হওয়া কনস্টেবলরা হচ্ছে- শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বিস্তারিত বলতে রাজি হননি।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, তদন্তে ঘটনা আসল রহস্য বেড়িয়ে আসবে। ২ কনস্টেবল আটক ও মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে ২ কনস্টেবলকে জেল হাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।