ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ২ কনস্টেবলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাউতলী এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাদের আটক করে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী জেলা গায়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল আহমদ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ৬৭ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল।
আটক হওয়া কনস্টেবলরা হচ্ছে- শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বিস্তারিত বলতে রাজি হননি।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, তদন্তে ঘটনা আসল রহস্য বেড়িয়ে আসবে। ২ কনস্টেবল আটক ও মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে ২ কনস্টেবলকে জেল হাজতে পাঠানো হয়।