চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে চাতরী চৌমুহনী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কর্ণফুলী থানার জুলদা গ্রামের মো. শফিকের ছেলে মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুর হোসেন (৩৬) ও মো. ইউসুফের ছেলে মো. আরিফুর রহমান (২৬)। তারা গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সোমবার দিবাগত রাতে কর্ণফুলী থেকে আসা তিনজন গরু চোরকে আটক করে চাতরী চৌমুহনীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।