চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫ হাজার ৪ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির (৩৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া হাজী পুকুরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. মনির স্থানীয় ওই ইউনিয়নের দোভাষী পাড়া এলাকার মো. ওবায়দুল আলমের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পগোন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মো. মনির (৩৬) নিজ বাড়ি থেকে আটক করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান বলেন, ‘সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে, তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।