চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ার হাট খিলপাড়া এলাকার পারভিন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার বিকাল ৪টার দিকে পারভীন কলোনির একটি ভাড়া ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। পরে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এর আগেই ওই কলোনিতে থাকা ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, ‘পারভীন কলোনির একটি বাসার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মূহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরো কলোনি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি।’