pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে নির্মিত ইসলামি স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে ইসলামি স্মৃতিস্তম্ভটি ভূমিকা রাখবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অলি খাঁ বেগ মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এর ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। মনুমেন্ট আমরা করেছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে এ মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এ মসজিদের ঐতিহ্য, নিদর্শন ও পুরাকীর্তি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয় বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে।’

‘মানুষ যখনই চট্টগ্রামে আসে এই ওয়ালি বেগ খাঁ মসজিদটি দেখতে আসে। আমি মনে করি, এটা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা ভূমিকা রাখবে।’

সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মেয়র শাহাদাত বলেন, ‘ রাজনৈতিক যে একটা কালচার হয়ে গেছে, যে আসবে তার ছবিটা দিয়ে ম্যুরাল বানানো, এটা আসলে স্থায়ী নয়। আল্টিমেটলি যে স্টেজে গিয়ে আরেকটি দল আসে, সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমরা মনে করি, আমাদের যে কালচার, আমাদের মসজিদের যে সৌন্দর্যবর্ধন এবং এর যে একটা অতি পুরাতন ঐতিহ্য-এটাকে সংরক্ষণ করতে হবে।’

চট্টগ্রাম নগরীতে আরও ইসলামিক স্তম্ভ করা হবে কি না এমন প্রশ্নে ডা. শাহাদাত বলেন, ‘এরকম আমাদের প্ল্যান আছে। যে মসজিদগুলো ঐতিহ্যবাহী মসজিদ এবং যে ইসলামিক নির্দশনগুলো ঐতিহ্যবাহী। অক্সিজেন ও কোতোয়ালী চত্বরে আমরা করছি। এ ধরনের আমাদের চিন্তাভাবনা আছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।