শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে চরপাথরঘাটার নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার আনিছুর রহমানের গ্যারেজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে আগুন লাগে। এতে তার গ্যারেজে থাকা ৩০টি ব্যাটারিচালিত রিকশা ১টি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র পুড়ে গেছে।
এ সময় পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের মুদির দোকানটিও পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন।
তিনি জানান, শুক্রবার ভোরে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে গেছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তসাপেক্ষে জানানো যাবে।