চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. রবিউল হোসেনকে (২৪) আটক করেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রবিউল হোসেন বরিশালের বাকেরগঞ্জ জেলার মো. আবুল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বাহির সিগন্যাল বোর্ড স্কুল সংলগ্ন বাদল বিল্ডিংয়ের বাসিন্দা।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।