চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার জলসা মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে দুটি কাপড়ের গুদাম। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিস বলছে, ওই মার্কেটের রাস্তা সরু হওয়ায় কাজ করতে বেগ পেতে হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে জলসা মার্কেটে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ৩টা স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে। তবে, ওই মার্কেটের রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।’
বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে জানিয়ে তিনি আরো বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি দোকান পুড়ে গেছে। সেগুলো কাপড়ের গুদাম ছিল।
দোকানগুলো থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।’
এদিকে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার সাদিয়াস কিচেনস্ নামের এক রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাস সিলেন্ডার লিকেজ হওয়ার কারণে এ আগুনের সূত্রপাত হয়। তবে, সিলেন্ডার থেকে আগুন দোকানে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
রেস্টুরেন্টে আগুন লাগার বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, ‘বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার আগেই ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ আগুনে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।’