pressbd24
ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের সঙ্গে অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংর্ঘষে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পটিয়া কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম (৫৫) পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর খরনা ফকিরপাড়ার কালা মিয়ার ছেলে।

আহত দুই সিএনজিযাত্রী হলেন: পটিয়া উপজেলার খরনা এলাকার আবদুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী শীতাতপ নিয়ন্ত্রিত সেন্টমার্টিন কিংস ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে খরনা থেকে কমলমুন্সির হাটের দিকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে সিএনজিঅটোরিকশা চালক আবুল কালাম নিহত হন। আহত হন আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠায় পথচারীরা।

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম জানান, বাস-সিএনজি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে পথচারীরা চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত দুই যাত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।