চট্টগ্রামের পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আজিমপুর মধ্যমপাড়া মিয়ার হাট এলাকার কৃষি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, স্থানীয় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাল প্লাস্টিক দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদহেটি এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে খুনিরা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অন্য কোন স্থানে হত্যা করার পর এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।