pressbd24
ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে শিক্ষকের খণ্ডিত মরদেহ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্টেশন এলাকায় রেললাইন থেকে রাজন দত্ত (৩৭) নামে এক শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেলস্টেশনের উত্তর দিকে তার খণ্ডিত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। 

কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ জানাতে না পারলেও স্থানীয়দের ধারণা, ভোর থেকে সকালের কোন এক সময় চট্টগ্রাম-কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি।

নিহত রাজন দত্ত ওই এলাকার মিলন দত্তের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাজন দত্ত উপজেলার ধলঘাট এপেক্স নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। আজ শুক্রবার (২৪ জানিয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেলস্টেশনের ১০০ মিটার উত্তর দিকে তার খণ্ডিত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। স্থানীয়রা ধারণা করছে চট্টগ্রাম-কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম। তিনি বলেন, ‘পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।