চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। তার নাম নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাত (৪৪)।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে থানার সৈন্যেরটেক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নুরু পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।
র্যাব জানায়, পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির কর্ণফুলীর সৈন্যেরটেক এলাকায় অবস্থান করছে গোপনে এমন সংবাদে রবিবার বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন এবং আটক এড়াতে দীর্ঘ ৭ বছর নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন বলে জানান।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিকে রবিবার রাতে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ‘অস্ত্র মামলায় সাজা ছাড়াও নুরুর বিরুদ্ধে আরো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। চট্টগ্রামের বিভিন্ন থানায়ও রয়েছে একাধিক মামলা। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’