সোমবার (২১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রোমেল।
পুলিশ জানায়, নিহত ফেরদৌসি আক্তার (৩২) স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
তিনি তার স্বামী মো. লোকমান হোসেন (৪৫) ও দুই সন্তানসহ পতেঙ্গার ধুমপাড়ার চড়িহালদা মোড়ে বসবাস করতেন।
গত ১৩ জুলাই রাত ১১টার দিকে রান্নাঘর মেরামত নিয়ে পারিবারিক কলহের জেরে দেবর রনি ও স্বামী লোকমান ফেরদৌসিকে মারধর করেন।
একপর্যায়ে রনি ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌসি। এরপর অভিযুক্তরা পালিয়ে যায়।
পরদিন নিহতের ভাই মামুন খান বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুনুজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে রনি ও সোলাইমানকে চড়িহালদা মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। মামলার অন্যতম আসামি লোকমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’