চট্টগ্রামের বাকলিয়া থানার মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে লামার বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে পৃথক দুইটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর মো. জালাল।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই আমরা আগুন লাগার তথ্য পাই। দুইটি ফায়ার স্টেশন থেকে পৃথক দুইটি ইউনিট যাচ্ছে। ’লেগেছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।