চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামীরা হলেন : মো. কাইয়ুম, মো. সুমন ও মো. রফিকুল ইসলাম সুমন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বায়েজিদ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাইকারী। তারা বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্রসহ টাকা পয়সা ছিনতাই করে আসছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।